logo
news image

সৃজনশীল মৃৎশিল্পী মাইনুল

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরের সৃজনশীল মৃৎশিল্পী মাইনুল ইসলাম। মাটি দিয়ে তৈরি করেন মনোমুগ্ধকর অনেক মৃৎপণ্য। যা শিল্পের রূপান্তরে এনেছে নতুন এক মাত্রা। তবে শুধু মাটি দিয়ে নয়, বালি, সিমেন্টের মৃৎশিল্প এনেছেন নতুনত্ব। তেমনি এক নতুনত্বের কারিগর লালপুরের মাইনুল ইসলাম।
মাইনুল উপজেলার খাঁপাড়া গ্রামের বাসিন্দা এবং রাজশাহী হেতেমখাঁ এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে।
সরেজমিনে দেখা যায়, ভালোবাসা আর মমতা দিয়েই হাতের নিপুণ কারুকাজে বালি সিমেন্ট দিয়ে তৈরি করেছেন সোপিস, লাইটিং ফুলদানি, ফুলের টব, আগরদানি, ঝাড়বাতি, কাঠের নৌকা ইত্যাদি। তবে সেগুলো কোন মেশিন বা ফর্মা ছাড়াই তৈরি করছেন তিনি।
মাইনুল জানান, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মইনুলের অর্থাভাবে দশম শ্রেণিতেই থামে পড়াশোনা। ছোটবেলাতে ইলেকট্রিক কাজ শেখার পাশাপাশি শখের বসে মাটি দিয়ে তৈরি করতেন সৌখিন পণ্য। যা এক সময় নেশায় পরিণত হয় তার। তার সৌখিন পণ্যগুলো টিকসই করতে আস্তে আস্তে রং তুলির আচড় মাটির পরিবর্তে বালি সিমেন্টের ওপর পড়তে থাকে।
সেই রংবেরঙের সৌখিন পণ্যগুলো আরো আধুনিকায়ন করতে ইলেকট্রিক দ্রব্যদির ব্যবহারে আরো আকর্ষণীয় করে তোলেন। অর্থ ও উপকরণাদির অভাবে তার এই কাজ ব্যহত হচ্ছে। অর্থের যোগান ও পৃষ্ঠপোষকতা পেলে সে তার মৃৎ শিল্পের প্রসার ঘটাবে বলে জানান তিনি।

সাম্প্রতিক মন্তব্য

Top