ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
বাঘ ও বানর
নাচো তুমি ভালো
জগত করে আলো
ও বানর ভাই
নাচ দেখতে চাই
এ দুনিয়ায় তোমার সাথে কারও তুলনা নাই।
এসো কাছে
কথা আছে
ও বাঘ ভাই
তোমায় শুধু চাই
বন্ধু হয়ে থাকবো দু'জন কোনো চিন্তা নাই।
বাঘ- বানর করে শপথ
রুখবে তারা বিপদ-আপদ
বন্ধু হয়ে
হাত ছুঁয়ে
হিংসা-বিদ্বেষ লোভ লালসা সব ফেলবে ধুয়ে।
কথোপকথন
ও গাধা
বেটা পেয়াদা
আমি বনের রাজা
তুই আমার প্রজা
কথা যদি না শুনিস তোকে দেব সাজা।
গাধা এসে
হেসে হেসে
শিয়ালের কাছে যায়
তার সাহায্য চায়
দূর থেকে হরিণ দেখে করে হায় হায়।
গাধা বোকা
থাকে একা
হরিন ডেকে বলে
বট গাছের তলে
সিংহ শিয়াল খাবে তোকে পটিয়ে ছলে বলে।
খুকি ও কাক
ডাকে কাক
মারে হাঁক
খুকি ভয় পায়
মায়ের কাছে যায়
তাড়িয়ে দিলে উড়ে উড়ে খুকির দিকে চায়।
কেন একা
ওরে বোকা
বন্ধু হতে চাই
কোনো ভয় নাই
কাক হলেও আমি কিন্তু তোমার ভালো চাই।
পড় সরে
যাবি মরে
আমার মার খেলে
মাথা যাবে হেলে
করবি তুই ক্ষতি আমার সময় সূযোগ পেলে।
বুড়ো হাতি
পাখি উড়ে
আকাশ জুড়ে
স্বপ্ন নিয়ে আকাশে
ভেসে বেড়ায় বাতাসে
নীল আকাশে মেঘগুলো ঘুরে হেসে হেসে।
গাইছে শালিক গান
বক ধরেছে তান
বানর নাচে গাছের ডালে
টিয়ে পাখি হাওয়ায় দোলে
তাইনা দেখে শিয়াল মামা শুধু হিংসায় জ্বলে।
হয়ে সারি সারি
মেঘ দেয় পাড়ি
চাঁদের বুড়ি শুধু কাশে
সূর্য মামার পাশে বসে
বুড়ো হাতি তাইনা দেখে খলখলিয়ে হাসে।
সাম্প্রতিক মন্তব্য