logo
news image

একগুচ্ছ ছড়া

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

চোর ও পুলিশ

চুরি করে
সরে পড়ে
লুকিয়ে থাকে চোর
হয়ে যায় ভোর
চোর দেখে পিছে ছুটে পুলিশ বলে ধর।
চোর যায় পালিয়ে
দু'পা চালিয়ে
ধর ধর
ভাগে চোর
ধরা পড়ে খায় লাথি কিল আর চড়।
খেয়ে মার
বলে আর
করবেনা সে চুরি
বলে পা ধরি
ছাড়া পেয়েই চুরি করে বাড়ির পর বাড়ি।

খুকি

খুকি এসে
পাশে বসে
মিষ্টি করে হাসে
সূখ বয়ে আসে
সারাদিন একা নয় পুতুল থাকে পাশে।
ঘুরে ঘুরে
বাড়ি জুড়ে
অনেক কথা বলে
মাথা হেলে হেলে
দিন তার কেটে যায় হেসে আর খেলে।
ছুটে যায়
মজা পায়
সারাদিন খেলে
দুটি চোখ মেলে
জড়িয়ে ধরে দু'হাত দিয়ে মাকে কাছে পেলে।

খুকু উড়ে

খুকু উড়ে
বেলুন ধরে
নীল আকাশে
পরির বেশে
বন্ধু হয়ে মেঘের সাথে খিলখিলিয়ে হাসে।
হয় খুশি
অনেক বেশি
পাড়ি দিয়ে
সেথায় গিয়ে
সারাক্ষন খেলে সে লালপরিকে নিয়ে।
শুধু খেলে
পা চেলে
ফিরে এসে
শুধু হাসে
সারি সারি মেঘ এসে বসে তার পাশে।

বৃষ্টি

ডাকে কোলা ব্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
আকাশ গেল মেঘে ছেয়ে
থমকে গেল ভয় পেয়ে
দমকা হাওয়া ছুটে আসে খুব জোরে ধেয়ে।
ঝড় এলো জোরেশোরে
টিনের চাল গেল উড়ে
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
টিনের চালে বাজে নুপুর
ঘন কালো মেঘের ছায়ায় ঢেকে গেল দুপুর।
মাছেরা করে খুনসুটি
খুশিতে খায় লুটোপুটি
কৈ মাছেরা পুকুর ছেড়ে
যাচ্ছে সবাই ক্ষেতের পাড়ে
কানা বক গান গায় তাইরে নাইরে নাইরে।

সাম্প্রতিক মন্তব্য

Top