logo
news image

একগুচ্ছ কবিতা

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

শেষ নিশীথে

তোমার চোখের তারায় উদাসীনতার ছাপ
যেখানে অপ্রত্যাশিত অবহেলার আভাস ,
বিষন্ন মনে তোমার পানে অবাক তাকিয়ে
খুঁজে ফিরি অনন্ত জীবনের বুকভরা আশা।
নীরবতা ভেঙে সলতের অনুজ্জ্বল আলোয়
তুমি শুধুই স্রোতহারা ভাবলেশহীন নির্বিকার ,
অথচ ছিলে জলন্ত আগুনের লেলিহান শিখা
যেন ফুটন্ত আগ্নেয়গিরির প্রবাহিত লাভাস্রোত।
অন্ধকারের অতল গহবরে নির্বাক দাঁড়িয়ে
দেখি আকাশের বলগাহীন অসীম উন্মত্ততা ,
দ্বিধা দ্বন্ধে থেমে থেমে বিস্ফোরিত হয়ে
আমি চির ক্লান্ত অথচ তুমি আছো বহুদূরে।
আমার বিষন্ন হৃদয়ে অবহেলার তীব্র ঝড়
যেন নির্জন দিগন্তে তন্দ্রাহারা অতন্দ্র প্রহরী ,
হঠাৎ তোমার চকিত স্পর্শে আমি উদভ্রান্ত
অবশেষে তুমি এলে একাকী শেষ নিশীথে।

সুখের ঠিকানা

স্বপ্নের হাত খুঁজে অনেক সূখের ঠিকানা
যা ভাবনার জগতে চির অম্লান হয়ে থাকে ,
সূখগুলো চির অচেনা হয়ে দুরে সরে যায়
টুকরো স্মৃতি হয়ে ফিরে আসে নীরবে।
অল্প আলোয় কল্পনাগুলো শুধু ভাবায়
কুয়াশার আড়ালে ঢেকে থাকে ম্লান হয়ে ,
হতাশ হাওয়ায় স্বপ্নের ছায়া দুঃখ দিয়ে
প্রবাহমান স্রোতের মতো ভেসে চলে শুধু।
দুঃখের বাতাসে নীরব বেদনাগুলো কাঁদায়
হৃদয়ের গভীরে আসে চির অশান্তির ছায়া ,
দুঃস্বপ্নগুলো মনের মাঝে দুঃখ বয়ে আনে
অবাক হয়ে থমকে থাকে নীল আকাশে।
বেদনাগুলো ক্লান্ত পাখির মতো উড়ে চলে
ভেসে চলা ঘনকালো মেঘের অশান্ত ছায়ায় ,
হৃদয় ছোঁয়া স্বপ্নের অনুভূতি বেদনাসিক্ত হয়ে
স্বপ্নের খেয়ায় হারিয়ে যায় বিরহের বেদনায়।

বেদনার ঝড়

জীবন খাতায় লেখা হিসেবগুলো অনেক এলোমেলো
পড়ন্ত বেলায় হৃদয়ে আনে শুধু বেদনার ছায়া,
আকাশ ভরা তারার মাঝে লুকিয়ে আছে সূখের পরশ
যা বেদনার আড়ালে নীরবে হারিয়ে যায় অগোচরে।
ফেলে আসা দিনগুলো যেন চির বেদনার গান
বসন্ত হাওয়ার মতো অবিরাম ভেসে থাকে আকাশে,
সূখের স্বপ্নগুলো দুঃখের ডালা সাজিয়ে ছিন্ন হয়ে যায়
ঝিকিমিকি আলোর আভা হয়ে আসেনা ফিরে হৃদয়ে।
দুঃস্বপ্নগুলো জীবনাকাশে অনেক হতাশার নীরব ছায়া
সাদা মেঘের ভেলায় উড়ে চলে বেদনার পসরা সাজিয়ে,
আশাগুলো নিরাশা হয়ে একাকি হারিয়ে যায় চুপিসারে
মধুময় সূখের আবাহন হয়ে আর দেয়না দেখা কখনও।  
মনের দুঃখগুলো স্মৃতির পরশ হয়ে গেঁথে থাকে হৃদয়ে
যা চলার পথে বয়ে আনে অনেক অনুভূতির ছোঁয়া,
দিনগুলো কুয়াশার আবরনে কেটে যায় একাকি নীরবে
হৃদয়ে বয়ে আসে কালোমেঘের ঘনঘটায় বেদনার ঝড়।

মেঘে ঢাকা

আমার হৃদয়ের আকাশ শুধুই মেঘে ঢাকা
যেখানে স্মৃতিগুলো হয়ে যায় রুপকথার গল্প ,
জোছনার আলো মনে দোলা দিয়ে যায়
ঝরে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসে নীরবে।
রাত জাগা জোনাকিরা আলোর আভায় ছুটে
দু'চোখে আকাশ ছোঁয়ার অনেক স্বপ্ন নিয়ে ,
মেঘের ভেলায় স্বপ্নগুলো ভেসে চলে নীলিমায়
বেদনাহত হয়ে হারিয়ে যায় অজানা পথে।
আকাশের তারায় অনেক উদাসিনতার ছাপ
যেখানে সূখগুলো ঝাপসা আলোয় চির অচেনা ,
জীবন নদীর বাঁকে আনমনে দাঁড়িয়ে বিষন্ন ভাবে
খুঁজে ফিরে অনন্ত জীবনের বুক ভরা আশা।
নীরবতা ভেঙে সলতের অনুজ্জ্বল নিভু আলোয়
স্মৃতিগুলো দুঃখের আড়ালে ঢেকে যায় অবিরাম ,
নীল আকাশে আশা আর স্বপ্নগুলো মুছে গিয়ে
হৃদয়ে বয়ে আনে একরাশ বেদনার সমাহার।

নিঝুম রাতে

নিঝুম রাতে স্বপ্নগুলো ভেসে আসে দু'চোখে
আবছা আলোয় হঠাৎ ঘুম ভেঙে যায় ,
মনে পড়ে সোনালি দিনের সূখময় স্মৃতির কথা
যা হৃদয়ে বয়ে আনে অনেক বেদনার ছায়া।
স্বপ্নগুলো নীরব আঁধারে শুধুই ধূসর
শত অনুরাগেও হয়না আশার মধুময় আলো ,
আশাগুলো চলার পথে অচেনা পথিক হয়ে
অবিরাম ব্যথা দিয়ে চলে যায় দূর নীলিমায়।
জীবন নদীর বাঁকে অনেক বেদনার আনাগোনা
ক্লান্ত করুন চোখে চেয়ে থাকে অশান্ত হয়ে ,
জীবন পাতার খাতায় আছে বেদনার গান
যা স্বপ্নের মাঝে এসে শুধু যে কাঁদায়।
অবেলার বাঁশির সুরে সূখগুলো হয়ে যায় নিষ্প্রাণ
আশার নিভু আলোয় আর ফিরে আসেনা ,
দুঃখের আবরনে ঢেকে গিয়ে সূখগুলো ছুটে চলে
মনে হয় এলো বুঝি চির আশার আলো হয়ে।

সাম্প্রতিক মন্তব্য

Top