logo
news image

পাবনা সুগার মিল বন্ধের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা :
পাবনা সুগার মিলসহ ৬টি চিনিকল বন্ধের চক্রান্তের প্রতিবাদে শনিবার ঈশ্বরদীস্থ পাবনা চিনিকল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তরা বলেন, সরকারকে বিব্রত করার জন্য চিনিকল বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনা সরকারকে ভোটের মাধ্যমে পরাজিত করা সম্ভব না। তাই ষড়যন্ত্রকারীরা চিনিকল বন্ধ করে সরকারকে বিব্রত এবং সরকার উচ্ছেদের বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লোকসানের অজুহাতে যদি চিনিকল বন্ধই করতে হয়, তাহলে দেশের ১৫টি চিনিকলই একযোগে বন্ধ করতে হবে বলে তারা দাবী করেছেন।
 বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখ চাষী ফেডারেশনে ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা এই সমাবেশে অংশগ্রহন করেন। সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান আলী বাদশা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাবেক ভাইস চেয়ারম্যান বশির আহমেদ বকুল, জেলা পরিষদ সদস্য সাইফুল আলম বাবু মন্ডল, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষক নেতা মুরাদ মালিথা, সাংগাঠনিক সম্পাদক জহুরুল হক পুনো, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সলিমপুরের চেয়ারম্যান বাবলু মালিথা, পাবনা চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি  সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল,আখচাষী ফেডারেশনের নেতা ইদ্রিস মন্ডল, সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, যুবলীগ নেতা দোলন বিশ্বাস প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন শ্রমিক নেতা জাহিদুর রহমান জাহিদ।

সাম্প্রতিক মন্তব্য

Top