logo
news image

বড়াইগ্রামে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,  বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারনের দাবীতে মৌলবাদীদের অযৌক্তিক ও অশালীন বক্তব্যের প্রতিবাদ সমাবেশ করেছে। 
শুক্রবার সন্ধায় বনপাড়া পৌর চত্বরে পৌর ছাত্রলীগ সভাপতি সাকিব সোনারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র ও আওয়ামীলীগ সভাপতি কেএম জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর রহমান জিন্নাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মিজানুর রহমান প্রমূখ। এসময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তকারীদের প্রতিহত করতে ছাত্র-যুবক-জনতাকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান।

সাম্প্রতিক মন্তব্য

Top