logo
news image

একগুচ্ছ কবিতা ও ছড়া

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

মেঘে ঢাকা


আমার হৃদয়ের আকাশ শুধুই মেঘে ঢাকা
যেখানে স্মৃতিগুলো হয়ে যায় রুপকথার গল্প ,
জোছনার আলো মনে দোলা দিয়ে যায়
ঝরে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসে নীরবে।
রাত জাগা জোনাকিরা আলোর আভায় ছুটে
দু'চোখে আকাশ ছোঁয়ার অনেক স্বপ্ন নিয়ে ,
মেঘের ভেলায় স্বপ্নগুলো ভেসে চলে নীলিমায়
বেদনাহত হয়ে হারিয়ে যায় অজানা পথে।
আকাশের তারায় অনেক উদাসিনতার ছাপ
যেখানে সূখগুলো ঝাপসা আলোয় চির অচেনা ,
জীবন নদীর বাঁকে আনমনে দাঁড়িয়ে বিষন্ন ভাবে
খুঁজে ফিরে অনন্ত জীবনের বুক ভরা আশা।
নীরবতা ভেঙে সলতের অনুজ্জ্বল নিভু আলোয়
স্মৃতিগুলো দুঃখের আড়ালে ঢেকে যায় অবিরাম ,
নীল আকাশে আশা আর স্বপ্নগুলো মুছে গিয়ে
হৃদয়ে বয়ে আনে একরাশ বেদনার সমাহার।

নিঝুম রাতে

নিঝুম রাতে স্বপ্নগুলো ভেসে আসে দু'চোখে
আবছা আলোয় হঠাৎ ঘুম ভেঙে যায় ,
মনে পড়ে সোনালি দিনের সূখময় স্মৃতির কথা
যা হৃদয়ে বয়ে আনে অনেক বেদনার ছায়া।
স্বপ্নগুলো নীরব আঁধারে শুধুই ধূসর
শত অনুরাগেও হয়না আশার মধুময় আলো ,
আশাগুলো চলার পথে অচেনা পথিক হয়ে
অবিরাম ব্যথা দিয়ে চলে যায় দূর নীলিমায়।
জীবন নদীর বাঁকে অনেক বেদনার আনাগোনা
ক্লান্ত করুন চোখে চেয়ে থাকে অশান্ত হয়ে ,
জীবন পাতার খাতায় আছে বেদনার গান
যা স্বপ্নের মাঝে এসে শুধু যে কাঁদায়।
অবেলার বাঁশির সুরে সূখগুলো হয়ে যায় নিষ্প্রাণ
আশার নিভু আলোয় আর ফিরে আসেনা ,
দুঃখের আবরনে ঢেকে গিয়ে সূখগুলো ছুটে চলে
মনে হয় এলো বুঝি চির আশার আলো হয়ে।

খুকি পড়ে

খুকি পড়ে
চুপটি করে
গাছের নীচে বসে
খরগোশ পেঁচা আসে
খুকিমনির পড়া শুনে খুশি হয়ে হাসে।
পড়া শুনে
মনে মনে
তারাও পড়ে যায়
খুব মজা পায়
খুকির সাথে সবসময় তারাও পড়তে চায়।
শিখে পড়া
বলে ছড়া
খরগোশ পাশে বসে
পেঁচা শুধু হাসে
তাইনা দেখে খুকির মনে আনন্দ বয়ে আসে।

খুকুমনি ছুটে ওই

হই হই
রই রই
খুকুমণি ছুটে ওই
নাচে শুধু ধেই ধেই
মন তার এমন যেন আকাশ ছুঁই ছুঁই।
ঘুরে ফিরে
জোরে শোরে
দেয় শুধু লাফ
অনেক বড় ঝাপ
থামবে না কখনও সে এমন তার ভাব।
ছুটে চলে
চোখ মেলে
খুশিতে লাফিয়ে পড়ে
কখনও যায় তেড়ে
ছুটোছুটি করে সে সারা বাড়ি ধরে।

সাম্প্রতিক মন্তব্য

Top