গোপালপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড- এর এজেন্ট ব্যাংক গোপালপুর শাখার উদ্বোধন করা হয় । এ নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঈশ্বরদী শাখার অধীনে ৮ম শাখার উদ্বোধন করা হলো।
এ উপলক্ষে নিকেতন টাওয়ার, গোপালপুের সোমবার ( ১৬ নভেম্বর) ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আকতার, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, লালপুর শাখা এজেন্ট মোকাররেবুর রহমান নাসিম, গোপালপুর শাখা এজেন্ট আব্দুল মোত্তালেব রায়হান, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি বদিউর রহমান বদর, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্তুজা লিলি, বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নাঈম উদ্দিন প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য