logo
news image

লালপুরে ডক্টরস্ পয়েন্ট ও ডায়াবেটিস সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) সকালে নাটোরের লালপুরে ডক্টরস্ পয়েন্ট ও ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ১৫ নভেম্বর দিন ব্যাপী রোগীদের ফ্রি ডায়েবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া ডায়াবেটিস নির্ণয়, সচেতনতামূলক  প্রচারনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডক্টরস্ পয়েন্ট ও ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন করেন, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ। এ সময় সেন্টারের চেয়ারম্যান ডাক্তার ইবনে আল মোদাসসির ইসলাম কেনেডি, ডাক্তার শফিকুল ইসলাম, ডাক্তার মো. ফারহান তানভীর, এ্যাড নজরুল ইসলাম, মজিবুল আলম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top