logo
news image

বড়াইগ্রামে সচেতনতামুলক প্রচার অভিযান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামুলক প্রচার অভিযান ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাস্ক বিতরণ ও সচেতনতামুলক প্রচার অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, ইউএনও জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, পুলিশ ইন্সপেক্টর শফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুরাইয়া কলি, পৌর সচিব আব্দুল হাই প্রমূখ। 
এসময় রিক্সা-ভ্যানসহ সকল ধরনের পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয় এবং করোনা প্রতিরোধে সচেতনতামুলক প্রচার অভিযান চালানো হয়। এদিকে নতুন করে কালিকাপুর মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেন স্থাণীয়রা।

সাম্প্রতিক মন্তব্য

Top