logo
news image

একগুচ্ছ ছড়া

একগুচ্ছ ছড়া
ড.মির্জা গোলাম সারোয়ার পিপিএম

দাদু ও মশা

শন শন
ভন ভন
মশা শুধু  উড়ে
সারা ঘর ঘুরে
মশা দেখে সবসময় খারাপ হয় মন।
কাছে এসে
হেসে হেসে
দাদুর গায়ে বসে
দাদু মারে কষে
মশা তখন উড়ে যায় ঘরের এক পাশে।
দিন শেষে
অবশেষে
দাদু জ্বালায় কয়েল
মশা হয় ঘায়েল
খুশি হয়ে দাদু তখন প্রান ভরে হাসে।

দাদির গল্প

দাদি এসে
পাশে বসে
ভুতের গল্প বলে
মাথা হেলে হেলে
ভয় পেয়ে খোকাখুকু যেতে চায় চলে।
ভয়ে ভয়ে
আটো হয়ে
সবাই গল্প শোনে
অনেক ভয় মনে
কখন এসে ধরবে ঠেসে তা কেবা জানে।
গা ঘেষে
বসে পাশে
ভয়ে শুধু কাপে
আল্লাহর নাম জপে
গা ঘেমে ঝরে ঘাম ভয়ে ভুতের তাপে।

গদা ও হাদা

কাপড় টেনে
কাছে এনে
গদা ঘুষি মারে
হাদার পিঠে ঘাড়ে
মার খেয়ে হাদা শুধু কেঁদে কেঁদেই মরে।
তাকে দেখে
খুব জেদে
গদার বিচার চায়
কে করবে হায়
গদাকে দেখে পাড়ার লোক খুব ভয় পায়।
শেষ মেষ
হলো শেষ
গদা খেলো ধরা
হয়ে গেলো মরা
পুলিশ ধরে পিটুনি দিয়ে করলো গ্রাম ছাড়া।

চোর

ধর ধর
গেল চোর
পায়ে তার খুব জোর
ধরতে হবে তাকে
ভাব তার এমন যেন কে পায় তাকে।
হইহই
রইরই
চোর বেটা গেল কই
চারিদিকে হইচই
তাড়া খেয়ে ছুটছে চোর করে পইপই।
সাই সাই
ধাই ধাই
চোর বেটা ভাগে ওই
তাকে কিন্তু ধরা চাই
তা নাহলে এবার কিন্তু কারো রক্ষা নেই।

সাম্প্রতিক মন্তব্য

Top