logo
news image

একগুচ্ছ কবিতা

একগুচ্ছ কবিতা
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

থেমে যাওয়া নদী

সূখের আকাশে মেঘের কালো ছায়ায়
ভাবনাগুলো হয়ে যায় এলোমেলো ,
স্মৃতিগুলো এসে অনেক  ব্যথা দিয়ে
চুপিসারে থেকে যায় চির অচেনা হয়ে।
চোখের নীরব আকুলতায় ব্যাকুল হৃদয়ে
নীড়হারা পাখির মতো ছুটে চলে অবিরাম ,
আবছা আলোয় সূখগুলো শুধুই নিরাশ
খুঁজে স্মৃতির মাঝে অনুভূতির ছোঁয়া।
পাখিরা উড়ে যায় আকাশের দূর নীলিমায়
আশা- নিরাশার বুকভরা নীরব ব্যথা নিয়ে ,
বাদল দিনে বৃষ্টির অঝোর ধারায়
গেয়ে যায় স্বপ্নভঙ্গের চির বেদনার গান ।
স্বপ্নীল আকাশে এলোমেলো হাওয়াগুলো
দুরন্ত উচ্ছাস নিয়ে অকারনে হারিয়ে যায় ,
পড়ন্ত বেলায় অস্তমিত সূর্যের আলোয়
সূখগুলো হয়ে যায় থেমে যাওয়া নদীর মতো।

স্বপ্নের ডালি

অনুভবে খুঁজে পাই সতেজ ছোঁয়ার উষ্ণতা
যেখানে শান্ত মন অশান্ত হয়ে যায় ,
জীবনের গানগুলো জোনাকির নিভু আলোয়
ক্লান্ত হয়ে থেমে যায় স্বপ্নের আড়ালে।
জোছনা রাতে চাঁদের নিষ্প্রভ আলোয়
মনের ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় ,
সূখগুলো চুপিসারে হারিয়ে গিয়ে
ব্যথিত হৃদয়ে ছুটে চলে অজানার পথে।
ঝরাপাতার মতো স্মৃতিগুলো শুধুই নীরব
ভেসে যায় নীল আকাশের দূর নীলিমায় ,
নীড়হারা পাখির মতো ভগ্ন হৃদয়ে
স্মৃতিগুলো ফিরে আসে অনেক ব্যথা হয়ে।
একরাশ বিরহের মাঝে আছে শুধু বেদনা
যেখানে সূখগুলো দুঃখের আবরনে ঢেকে যায় ,
তাইতো কল্পনার বাসনাগুলো ভেঙে গিয়ে
নিয়ে আসে হৃদয়ে হারিয়ে যাওয়া স্বপ্নের ডালি।

স্বপ্নগুলো

জীবনের স্বপ্নগুলো শুধু হেসেই যায়
আবেশে ছুঁয়ে যায় প্রান ,
আবেগ জড়ানো শিহরনে বিভোর হয়ে
আশাগুলো ঝরে যায় অকারণে।
সুরগুলো শুধু মন ছুয়ে যায়
বাতাস মাখা রোদে কাছে আসে ,
মেঘের পাহাড়ে স্বপ্নগুলো উড়ে চলে
চেনা পথে অচেনা ছায়া হয়ে।
হৃদয়ের আকাশে মেঘ ভেসে যায়
বৃষ্টি ভেজা গায়ে ডানা মেলে ,
রাতের প্রহর শেষে আঁধার কেটে গিয়ে
মুছে যায় মনের সব বেদনাগুলো।
ইচ্ছেগুলো ক্লান্ত হয়ে ছবি আঁকে
উদাস হয়ে যায় মনের ভাবনাগুলো ,
স্মৃতিগুলো কেন যে কাঁদায় বারবার
বয়ে আনে না বলা অনেক বেদনা।

হৃদয়ের আবেশে

স্মৃতিগুলো কেঁদে মরে বারতা নিয়ে
কষ্টের নদী পাড়ি দিয়ে চলে অবিরাম ,
আকাশটা বিরহের মেঘে ঢেকে গিয়ে
ফাগুন রাতে শোনায় রুপকথার গল্প।
সূখের শাওনে হয়ে যায় চির অসহায়
বুকের ভেতর বয়ে আনে বেদনার ঝড় ,
আলোর খেয়ায় অচেনা পথিক হয়ে
স্মৃতির পাতায় ভেসে আসে স্বপ্নগুলো।
সাজানো বাগান সুরভিত হয়ে যায়
স্বপ্নের দুয়ারে আশার আলোর মতো ,
আধার কেটে আসে আলোয় ভরা স্বপ্ন
জীবনের ফেলে আসা দিনের মাঝে।
মনের উষ্ণতা থেমে শুধু অশ্রু ঝরে
দিনগুলো হয়ে যায় অনেক হৃদয়হীন ,
স্বপ্নময় অনুভূতির মাঝে ফিরে আসে
যা হৃদয়ের আবেশে দোলা দিয়ে যায়।

এলোমেলো ভাবনা

কিছু কথা থেকে যায় অগোচরে
বেলাশেষে ভেসে আসে হৃদয়ে ,
মেঘগুলো ইশারায় গল্প বলে
নিষ্প্রভ রোদের আলোয় খুঁজে সূখ।
স্মৃতিগুলো কষ্টের চাদরে জড়িয়ে
অবেলায় কাছে আসে বারবার  ,
পড়ন্ত বেলায় অস্তমিত সূর্যের মতো
বলে যায় অব্যক্ত বেদনার কথা ।
অকারণে স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে
মেঘের ভেলায় ভেসে চলে নীলিমায় ,
বৃষ্টির কান্নায় আছে বেদনার গান
যা পড়া মনে আনে বেদনার সুর।
অনন্ত আকাশের উন্মুক্ত বাতাসে
শুধু বিরহের অনেক না বলা কথা ,
যেথায় এলোমেলো ভাবনাগুলো
কঠিন হয়ে ফিরে আসে নীরবে।

ইচ্ছেগুলো

ইচ্ছেগুলো উতলা হয়ে পাহাড় ছুঁয়ে যায়
দুরন্তগতিতে আশা নিয়ে শুধু ছুটে চলে ,
দুঃখের বাতাসে সূখের প্রদীপ নিভে গিয়ে
বয়ে আনে অনন্ত মনের অনেক বেদনা।
মেঘবৃষ্টির আলোছায়ায় সূখগুলো কেঁদে মরে
হৃদয়ের সব স্বপ্ন অলস হয়ে ভেঙে যায় ,
সূখের ভেলায় অনেক রঙিন আশা নিয়ে
পাল ছেড়া নৌকার মতো ভেসে চলে।
নদীর ঢেউগুলো শান্ত হয়ে আছড়ে পড়ে
খুঁজে পায় হারিয়ে যাওয়া মনের ছোঁয়া ,
ভাবনাগুলো খেয়ালি হাওয়ায় ভেসে যায়
দুঃখ হয়ে হৃদয়ে শুধু বেদনা জাগায়।
জোছনার আলোয় আকাশের নীলিমায়
খুঁজে পায় অনেক সূখের চির আবাহন ,
সূখের বাতায়নে হঠাৎ আসে কালো ঝড়
যেখানে দুঃখগুলো ফিরে এসে শুধু যে কাঁদায়।

সাম্প্রতিক মন্তব্য

Top