logo
news image

একগুচ্ছ ছড়া

ড.মির্জা গোলাম সারোয়ার পিপিএম।।

খোকা পড়ে

ক খ
গ ঘ
খোকা শুধু পড়ে
পাতা ধরে ধরে
শিখবে বলে পড়ে যায় খুব জোরেশোরে।
খুব ভোরে
বিছানা ছেড়ে
পড়তে বসে যায়
শুধু শিখতে চায়
পড়া শেষ করার পর সে নাস্তা খায়।
এরপরে
পোশাক পরে
স্কুলে যায় খোকা
কখনও খায়না বকা
একটাই উদ্দেশ্য তার লেখাপড়া শেখা।

খোকা পড়ে

আ- তে আপেল
ব- তে বল
খোকা হাসে খলখল
খুশিতে চোখ জ্বলজ্বল
পড়ার পর মাঠে গিয়ে খেলবে সে ফুটবল।
ফুটবল খেলে
হবে পেলে
খেলা আর পড়া
লিখবে অনেক ছড়া
তার ছড়া সবার হৃদয়ে দেবে শুধু নাড়া।
নাড়াচাড়া
অনেক তাড়া
খোকা শুধু পড়ে
অনেকক্ষন ধরে
পড়ার পর খেলতে যেয়ে অনেক মজা করে।

নতুন বই

অ আ
ই ঈ
খোকা পেল নতুন বই
খুশিতে নাচে ধেই ধেই
পড়তে বসে বলে তার আরও বই চাই।
এক দুই
তিন চার
শুধু পড়ে যায়
পড়তে মন চায়
ক খ গ পড়ে খুব আনন্দ পায়।
এ বি
সি ডি
খোকা শুধু পড়ে
পাতা ধরে ধরে
পড়ে যায় খোকাবাবু অনেক মজা করে।

খোকাখুকু বই পড়ে

পাতা ধরে
বই পড়ে
অনেক মজা পায়
শুধু পড়তে চায়
খোকাখুকু সারাদিন শুধু বই পড়ে।
জোরে পড়ে
মুখস্ত করে
দিন কেটে যায়
বাবা-মা আনন্দ পায়
পড়ার জন্য  খেলাধূলা সব দেয় ছেড়ে।
অ আ
ত তা
পড়ছে তো পড়ছেই
পড়ে মন ভরছেই
আরো পড়বে জানতে চাইলে তারা বলে হা।

মা নেই

খুকু বসে
বাবার পাশে
অনেক আলাপ করে
চায়না যেতে সরে
সারাজীবন থাকবে সে বাবার হাত ধরে।
মা নেই
সে তাই
বাবার সাথে থাকে
অনেক স্বপ্ন আঁকে
মা নেই বাবা কখনও বুঝতে দেয়নি তাকে।
সন্ধ্যা সাঝে
মাঝে মাঝে
খুকু ভাবে বসে
দুঃখ বয়ে আসে
এ বয়সে মা কেন নেই তার পাশে?

খুকু ও পাখি

মুখ করে মেঘলা
তুমি চলো একলা
কোথায় যাও
ফিরে চাও
একা না গিয়ে তুমি আমায় সঙ্গে নাও।
মনটা তার ভারী
ফিরবেনা সে বাড়ি
খুকু ফিরে চায়না
কারো সাথে নেয়না
মা এসে এদিক -ওদিক কোথাও খুঁজে পায়না।
কাছে এসে
পাশে বসে
একটি পাখি বলে
খুকু যেওনা চলে
মা কাঁদবে সারাজীবন তোমার কিছু হলে।

সাম্প্রতিক মন্তব্য

Top