logo
news image

একগুচ্ছ কবিতা

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

ঝাউগাছের ছায়ায়

কেউ ক্রেডাং পাহাড় শুধু কাঁদায়
যেন তোমার অতৃপ্ত মন ,
অথচ তোমাকে চেয়েছি
শান্ত রিজিক ঝর্নার মতো।
শঙ্খ নদীর তীব্র স্রোত
আর চিম্বুক পাহাড়ের বিশালতায় ভেবেছি ,
এসব যেন তোনার বন্ধনহীন জীবন ধারা
যা রহস্যাবৃত্ত করে নীলগিরির মতো।
বগা লেকের স্বচ্ছ পানিতে শান্তি খুঁজেছি
যা পাইনি কখনও কেন জানি ,
নাফ নদীর শান্ত ঢেউ দেখে ভেবেছি
তুমিও হতে পার এমনি।
অথচ তুমি যেন সাগরের উত্তাল তরঙ্গ
এবং সৈকতের উত্তপ্ত বালুকনা ,
তাইতো ঝাউগাছের ছায়ায় পেয়েছি স্নিগ্ধ শান্তি
যা চেয়েছি তোমার কাছে অকৃপনভাবে।

ধূসর স্বপ্ন

হৃদয়ের ভাঙা স্বপ্নগুলো একাকি আনমনে
বেদনার চাদরে জড়িয়ে আসে ছায়া হয়ে ,
সূখগুলো হারিয়ে যায় চির অজানায়
আশাগুলো নিরাশা হয়ে ভেসে যায়।   
আলোর দিশা হয়ে কখনও আসে নীরবে
ডানা মেলে উড়ে চলে মেঘের ভেলায় ,
মনের আঙিনায় অজান্তেই ঘুড়ি উড়িয়ে
দুঃখের ভীড়ে সূখগুলো সরে যায় শুধু।
মুছে যাওয়া স্মৃতিগুলো অনেক ব্যথা দেয়
রোদের ছায়ায় ফিরে আসে বারবার ,
ঘুমের ঘোরে স্বপ্নগুলো উঁকি দিয়ে যায়
আশা হয়ে দেখা দেয় হৃদয়ের মাঝে ।
জোনাকিরা আলো জ্বেলে খুঁজে সূখ
হৃদয়ে ধূসর স্বপ্নের অনেক কথা সাজিয়ে ,
স্বপ্নগুলো ফিরে আসে নীরবে কখনও
ধূসর হয়ে অবিরাম ভেসে চলে দূর নীলিমায়।

অনন্ত ঠিকানা

হৃদয়ের একরাশ রঙিন অনুভূতি নিয়ে
স্বপ্নগুলো ঝরে যায় ফুলের মতো ,
গানের সূর থেমে যায় অনেক বিরহে
স্বপ্ন হয়ে ভেসে যায় মেঘের ভেলায়।
হৃদয়ে বেদনা জাগিয়ে আসে ঝড়
যে ঝড়ে মনের রঙিন আশাগুলো হারিয়ে যায় ,
চেনা পাখিটি হঠাৎ চির অচেনা হয়ে
বসন্ত হাওয়ার মতো উড়ে চলে আকাশে।
বৃষ্টির রিমঝিম শব্দে পুলকিত হয়ে
একাকি ভেবেই চলে তৃপ্তি ঝরানো কথা ,
সূখের ছায়াগুলি দুরে সরে যায়
নিয়ে আসে দুঃখের অনেক ছোঁয়া।
পাখিরা আকাশের সাথে মিতালি করে
উড়ে যায় দিগন্ত ছেড়ে বহুদূরে ,
হৃদয়ের বিষন্নতাকে ঝেড়ে ফেলে
পেতে চায় চিরসুখের অনন্ত ঠিকানা।

অজানা পথে

কালো মেঘে আঁধার হয়ে যায় স্মৃতিগুলো
যেখানে বাজেনা আর কোনো গানের সূর ,
হৃদয়ের মাঝে বয়ে যায় বেদনার ঝড়
যে ঝড়ে সূখগুলো হয়ে যায় অচেনা ছায়া।
জীবন নদীর বাঁকে শুধু বেদনার আনাগোনা
যেখানে সূখগুলো এসেও ফিরে যায় ,
ক্লান্ত চোখে চেয়ে থাকে অশান্ত হৃদয়ে
বিরহের কষাঘাতে নিয়ে আশার আলো।
চলার পথে নিবিড়ভাবে আসে সূখের পরশ
ছুটে চলে শব্দহীন ভালবাসার বহ্নিশিখায় ,
উদ্ভাসিত হয়ে ভেসে চলে দূর আকাশে
কখনও আসে ঝড় নীরবে জীবন জোয়ারে।
বেদনায় নিমগ্ন থেকে নির্বাক হয়ে ভেবে যায়
ব্যথিত হৃদয়ে তৃপ্তিহীন নয়নে চেয়ে থাকে শুধু ,
উড়ে চলা পাখিকে দেখে তাইতো আমরন ভাবে
একদিন এভাবেই চলে যাবে চির অজানার পথে।

আশার আলো

বনের পাখি পথ ভুলে গান গেয়ে যায়
নিরাশার আলো নিয়ে উড়ে চলে শুধু ,
রুপালি আকাশে অনেক তারার মেলা
জোছনার আলোয় বুনে স্বপ্নের জাল।
মন বলাকা উড়ে যায় সূদুর নীলিমায়
হৃদয়ে না পাওয়ার আশা জাগিয়ে ,
শেষ বিকেলে ক্লান্ত পাখিরা থেমে যায়
নীরব বাঁশীর সরল চেনা সুরে।
সূখ পাখিটা এসেও আবার ফিরে যায়
হারিয়ে যায় অজানার পথে চিরদিন ,
মেঘের সুরেলা সুরে আমরন খুঁজে পায়
নীরব দূরন্ত জীবনকে নির্জন অরন্যে।
মনের আঙিনায় কাগজের ছেড়া ফুল
কখনও বা জোছনা ভরা আকাশের চাঁদ ,
শিউলি ফুলের মালা গেঁথে নতুন গল্প নিয়ে
বসে থাকে আশার অনেক আলো জ্বালিয়ে।

নীরব ছোঁয়া

চঞ্চল হৃদয়ে মেঘেরা ভেসে যায় দূর নীলিমায়
একগুচ্ছ অলস রজনীগন্ধার মতো,
সূখগুলো অধর হয়ে দেয়না ধরা কখনও
কুয়াশার আবরন সরিয়ে উড়ে চলে আকাশে।
সূখ পাখিটা হঠাৎ গেয়ে যায় বিরহের গান
আকাশ ভরা তারার মাঝে খুঁজে অনন্ত সূখ,
জীবন খাতার পাতায় শুধু স্মৃতির বেদনা
যেখানে স্বপ্নগুলো ভেঙে যায় বারবার।
হৃদয়ে জমে থাকা দুঃখগুলো বেদনা জাগিয়ে
ভেসে চলে নীল আকাশের মেঘের ভেলায় ,
সূখগুলো অজানা হয়ে দূরে সরে যায়
নিয়ে আসে অনেক দুঃখের আবাহন।
গানের সুরগুলো বিষন্ন বাতাসে হারিয়ে যায়
কখনও বা ফিরে আসে অনেক স্মৃতি হয়ে,
আকাশে জমে মেঘ বিলিয়ে ঘনছায়া
দিয়ে যায় শুধু স্বপ্নভঙের নীরব ছোঁয়া।

কালো মেঘের ছায়া

বেদনাগুলো হৃদয়ে আসে বারবার
এ যেন গতিহারা স্রোতহীন অলস ঢেউ,
স্বপ্নগুলো মেঘে ঢেকে শুধু কেঁদেই চলে
বেড়ে যায় বিরহের দুরত্ব সীমাহীন ভাবে।
সাগরের উত্তাল ঢেউয়ের নীরব ছন্দে
স্বপ্নগুলো দূর দিগন্তে হারিয়ে যায় ,
ঝিলমিল শিশিরের স্বচ্ছ ফোঁটায়
বয়ে আনে অনেক বেদনার উষ্ণশ্বাস।
জীবনের স্মৃতিপটে ভেসে আসে শুধু
রঙিন সোনালি দিনের অনেক কথা ,
ঝড়ের আকাশে তা শুধু থেমে গিয়ে
জলছবি হয়ে থাকে নীরবে।
মধুর আশাগুলো বিলীন হয়ে দূরে চলে যায়
করুন হয়ে গেঁথে থাকে হৃদয়ে ,
গুছানো দিনগুলো হয়ে যায় উথাল-পাতাল
নেমে আসে অশান্ত কালো মেঘের ছায়া।

সাম্প্রতিক মন্তব্য

Top