logo
news image

জনমনে স্বস্তি আনতে রাস্তা সংস্কার করে দিলো গ্রীনভ্যালী পার্ক

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার লালপুর-গোপালপুর-ওয়ালিয়া রাস্তায় হাজারো খানাখন্দে অচলপ্রায় রাস্তা। এমন পরিস্থিতি প্রতিনিয়ত যানবাহন উল্টে গিয়ে ঘটছে দূর্ঘটনা। । বেশ কয়েক মাস ধরে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে এমন একাধিক সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি কতৃপক্ষের। অবশেষে অচলপ্রায় রাস্তাটি সাময়িক সংস্কারে এগিয়ে এসেছে গ্রীনভ্যালী পার্ক লিঃ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই গ্রীনভ্যালী পার্কের উদ্যোগে লালপুর-গোপালপুর রাস্তায় ইটের টুকরা দিয়ে সাময়িক ভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে সংস্কারের কাজ শুরু করে। ফলে এপথে যাতায়াতে হাজারো যাত্রী-চালকের মধ্যে ফিরেছে স্বস্তি।
এছাড়া স্থানীয় ও যাত্রী-চালকরা গ্রীনভ্যালীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, পার্কের পরিচালক ও লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, সামসুজ্জোহা, ফজলুর রহমান জয়নাল, ম্যানেজার সৈয়দ সামিউল শুভ, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এম রায়হান প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top