logo
news image

বড়াইগ্রামে জুম মিটিং এর মাধ্যমে জন্ম ও মৃত্যু সনদ বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন লাইফ।।
নাটোর বড়াইগ্রামে জুম মিটিং এর মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়য়ে একটি ডিজিটাল প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১.০০ টায় বড়াইগ্রাম উপজেলা সভাকক্ষে ডিজিটাল বাংলাদেশ এর সুফল হিসেবে জুম মিটিং এর মাধ্যমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এসময় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্স এ যোগ দেন বাংলাদেশ সরকারের ফর্মার এডিশনাল সেক্রেটারী ও রেজিষ্ঠার জেনারেল কান্ট্রি কো-অর্ডিনেটর মো: মইন উদ্দিন, রেজিষ্টার অধিদপ্তরের রেজিষ্টার জেনারেল মানিক লাল বনিক, কেবিনেট ডিভিশনের ডেপুটি সেক্রেটারী মো: শহিদুল ইসলাম, নাটোরে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, এডিসি (জন প্রশাসন) গোলাম রাব্বী, সহ নাটোরের সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সাংবাদিক প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, বড়াইগ্রাম উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং ইউপি ডিজিটাল সেন্টারের উদ্দোক্তাবৃন্দ।
সম্পাদনায়: আ.স ১০/০৯/২০২০

সাম্প্রতিক মন্তব্য

Top