logo
news image

অন লাইন পত্রিকা মুজিব কন্ঠ উদ্ধোধন

ঈশ্বরদী প্রতিনিধি।।
ঈশ^রদীর অনলাইন পত্রিকা জগতে নতুন সংযোজন হলো মুজিব কন্ঠ নামের আরও একটি অনলাইন পত্রিকা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবে পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কুয়াশা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন,পাবনা জজ কোর্টের সাবেক পিপি,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ঈশ^রদী সাংগঠনিক জেলা শাখার চেয়ারম্যান ও আইনজীবি পরিষদ ঈশ^রদীর সাধারণ সম্পাদক এড.আখতারুজ্জামান মুক্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। মুজিব কন্ঠের সম্পাদক মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এড, হেদায়েত-উল হক,সহসভাপতি বিপুল জোয়ার্দার,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,সহসম্পাদক বাপ্পী রায়হান ও মুজিব কন্ঠের ডেভোলপার সিয়াম। মুজিব কন্ঠের নামের প্রশংসা করে প্রধান অতিথি বলেন,মুজিব নামটির গুরুত্ব বিবেচনা মাথায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সর্বদা ভুমিকা রাখবে। বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা একটি বিশেষ কবিতা পাঠ করার পর আরও বলেন,দেশের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষায় পত্রিকাটি বিশেষ ভুমিকা রাখবে বলে আমাদের বিশ^াস।

সাম্প্রতিক মন্তব্য

Top