logo
news image

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর থানার অবসরপ্রাপ্ত দুই পুলিশ সদস্যের বিদায় উপলক্ষে শুভেচ্ছা স্বারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা আবেগঘন কন্ঠে শুধু দোয়া চাইলেন।
লালপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট ২০২০) দুপুরে লালপুর থানার দুইজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী।
তাঁরা হলেন পাবনা জেলার সুজানগর থানার বনকোলা গ্রামের মৃত বাহাদুর শিকদারের ছেলে মো. আমির হোসেন। তিনি ১৯৮১ সালের ১৩ মার্চ বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ২০২০ সালের ৩১ মে অবসর গ্রহণ করেন।
অপরজন হলেন রাজাশাহীর দূর্গাপুর থানার জয়কৃষ্ণপুর গ্রামের মৃত বেরাজ উদ্দিনের ছেলে মো. জালাল উদ্দিন। তিনি ১৯৮৩ সালের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জালাল উদ্দিন পবিত্র ঈদুল আজহা’র দিনে ২০২০ সালের ১ আগস্ট অবসর গ্রহণ করেন। তাদের দুইজনকে একসাথে লালপুর থানা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
তাদের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী তুলেদেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা। অবসরপ্রাপ্ত দুই পুলিশ সদস্য তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিছুই বলতে পারেননি। তাঁরা শুধু আবেগঘন কন্ঠে সকলের দোয়া চেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ফজলুর রহমান, এসআই জামাল উদ্দিন, ফজলুর রহমান, কামরুজ্জামানসহ থানার অন্যান্য সদস্য বৃন্দ। এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top