logo
news image

নিজের গ্রামের মসজিদে নামাজ আদায় করলেন এমপি বকুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি ।।
 নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল নিজের গ্রামের মসজিদে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেছেন।
শনিবার সকাল সাড়ে ৮ টায় স্যান্নালপাড়া জামে  মসজিদে অনুষ্ঠিত নামাজের জামাতে অংশ নেন । নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং করোনাভাইরাস থেকে বিশ্বব্যাপীকে মুক্তি এবংদেশের বানভাসী মানুষদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।করোনার মহামারি ঠেকাতে সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী মসজিদে মসজিদে এবারের ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়।  ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে লালপুর-বাগাতিপাড়াবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান এমপি। এসময় তার সঙ্গে পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এছাড়া বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদে সরকারের দেয়া নির্দেশনা অনযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে চিরচেনা রীতি ভেঙ্গে এবার  কোলাকুলি থেকে বিরত থাকেন।

সাম্প্রতিক মন্তব্য

Top