logo
news image

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় খুলনার যুবলীগ নেতা নিহত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
খুলনার যুবলীগ নেতা শেখ শহীদ আলী (৩৮) শনিবার সকাল ১১টার দিকে দনিাঞ্চলগামী বিশ্বরোডের ঈশ্বরদীর মুন্নার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হযেছেন। সে খুলনার সোনাডাঙ্গা উপজেলার সোলাইমান নগরের শেখ সুবিদ আলীর ছেলে এবং সোনাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম –আহব্বায়ক বলে জানা গেছে। দাশুড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান বিষযটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে চাচা শেখ সোহরাব আলীর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি দিনাজপুর থেকে খুলনার উদ্দেশ্যে ভোরে রওনা হন। নিজস্ব পিকআপে বাড়ি ফেরার পথে ঈশ্বরদীর মুন্নার মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশের একটি গাছের সাথে প্রচন্ড গতিতে ধাক্কা খায়। এতে চালকের পাশের আসনে বসে থাকা শহীদ গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সে দিনাজপুর ব্যাবসা সংক্রান্ত বিষয়ে এবং বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে শহীদের পরিবার ও আত্মীয়স্বজন এসে লাশ নিয়ে গেছে।

সাম্প্রতিক মন্তব্য