logo
news image

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বদলী হলেন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম বদলী হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর বদলীর আদেশ ঈশ^রদী থানায় আসে। আজ বুধবার তিনি চার্জ হস্তান্তরিত করবেন বলে তিনি নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ৬ই নভেম্বর তিনি ঢাকা থেকে এসে ঈশ্বরদী থানায় যোগদান করেন। প্রায় ২০ মাস তিনি ঈশ্বরদীতে থেকে অত্যন্ত সুচারু ভাবে দায়িত্ব পালন করে সিরাজগঞ্জের বেলকুচি থানায় বদলী হলেন। এদিকে তদস্থলে চাটমোহর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বদলী হয়ে ঈশ্বরদীতে আসছেন বলে থানা সূত্রে জানা গেছে। আজ বুধবারই তিনি ঈশ^রদী থানার দায়িত্বভার বুঝে নিবেন।
ওসি বাহাউদ্দিন ফারুকী ঈশ্বরদীতে যখন যোগদান করেন, সেসময় ঈশ্বরদী থানার বিভিন্ন এলাকায় অদৃশ্য ডাকাতের যন্ত্রণায় মানুষের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে ডাকাতের ভয়ে এলাকার মানুষ রাত জেগে পাহারা বসাতে বাধ্য হয়। ডাকাতরা মোবাইল করে এবং চিঠি দিয়ে ডাকাতি শুরু করেছিলেন। ঈশ্বরদী থানাও ডাকাতের যন্ত্রণায় অতিষ্ঠ হযে পড়ে। এই অবস্থায় তিনি ঈশ্বরদীতে থানায় যোগদানের পর অতি অল্প সময়ের মধ্যে এই ডাকাত চক্রকে গ্রেফতার করতে সক্ষম হন। আর কান এলাকার মানুষদের রাত জেগে পাহারা দিতে হয়নি।   এরপর ঈশ্বরদীর সর্বস্তরে শান্তি ফিরে আসে। এছাড়াও সহিংসতা কঠোরহস্তে দমন করতে তিনি সবসময় সচেষ্ট ছিলেন। তাঁর সময়ে শহরে তেমন কোন সহিংস ঘটনা ঘটানোর সাহস কেউই পায়নি। মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকান্ড ছাড়া বেশীরভাগ খুনের রহস্য দ্রুত উদঘাটন এবং আসামী গ্রেফতার করতে সক্ষম হযেছেন।  ।

সাম্প্রতিক মন্তব্য

Top