লালপুরে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজরা উদ্ধার হয়নি
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তিদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ দিকে সোমবার (২২ জুন ২০২০) বেলা ১ টা ৩০ মিনিটের সময় উদ্ধার অভিযান শেষ করেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এতে হতাশ নিখোঁজের আত্মীয় ও পরিবারের স্বজনরা।
রোববার (২১ জুন ২০২০) বিকেল ৪টার দিকে তারা চর মাহাদিয়ার থেকে চিনা বাদাম তুলে ফেরার পথে এঘটনা ঘটে। নিখোঁজরা হলেন উপজেলার বালিতিতা ইসলামপুর মন্ডল পাড়া গ্রামের আতব্বরের ছেলে সেলিম (১৮) ও ছইমুদ্দিনের ছেলে পুকিন (২৮)।
এ ঘটনায় লালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রাজশাহী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে গেলেও গত ২৪ ঘন্টায় নিখোঁজ দুই ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজ কাউকে উদ্ধার করতে পারেনি নদীতে প্রবল স্রোতের কারনে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হয়েছে ।
সাম্প্রতিক মন্তব্য