logo
news image

রূপপুর প্রকল্পের ইউনিট-১ এর রিয়্যাক্টর ভবনের তৃতীয় ধাপের কনক্রিট ঢালাই শুরু

স্বপন কুমার কুন্ডু

করোনা পরিস্থিতির মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউনিট-১ এর মূল রিয়্যাক্টর ভবনের তৃতীয় ধাপের কনক্রিট ঢালাই কাজ বৃহস্পতিবার রাত হতে শুরু হয়েছেটানা ৪০ ঘন্টা ধারাবাহিকভাবে এই কনক্রিট ঢালাইয়ের কাজ চলবেকনক্রিট ঢালাইয়ে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগতমান ও ডিজাইন ডকুমেন্টশন অনুযায়ী কাজ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছেএজন্য রাশিয়ার জেনারেল কন্ট্রাকটর এটমস্ট্রয় এক্সপোর্ট এবং প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকৌশলী রোষ্টার করে তদারকি করছেন

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বৃহস্পতিবার রাত হতে ইউনিট-১ এর মূল রিয়্যাক্টর ভবনের তৃতীয় ধাপের কনক্রিট ঢালাই কাজ শুরুর বিষয়টি  নিশ্চিত করেছেনতিনি জানান, এই ধাপে ২০ মিটার হতে ৩৪.৫ মিটার উচ্চতার ঢালাই কাজ দীর্ঘ ৪০ ঘন্টা ব্যাপী ধারাবাহিকভাবে চলবেঢালাই কাজের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছেরূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ডিজাইন প্রস্তুতকারী রাশান সাব-ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজের ব্যবস্থাপনা ও তদারিক করছেনএছাড়াও রাশিয়ার জেনারেল কন্ট্রাকটর এটমস্ট্রয় এক্সপোর্ট এবং প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকৌশলীরা রোষ্টার করে কাজের তদারকিতে নিয়োজিত রয়েছেনকনক্রিট ঢালাই কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগতমানও এই বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা ও মনিটরিং করছেনরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রণিত ডিজাইন ডকুমেন্টেশনের আলোকে যথাযথভাবে ঢালাই কাজ চলছে বলে তিনি জানিয়েছেন  

প্রসঙ্গত: রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির থার্ড প্লাস জেনারেশনের ভিভিইআর ১২০০ মডেলের দুটি  রিয়্যাক্টর রূপপুর প্রকল্পে স্থাপন করা হবেএকই সাথে দুই ইউনিটের নির্মাণ কাজ করোনা পরিস্থিতির মধ্যেও এগিয়ে চলেছে  সিডিউল অনুযায়ী ২০২৩ সালে প্রথম ইউনিট  এবং এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রীডে সংযুক্ত হওয়ার কথা রয়েছে

সাম্প্রতিক মন্তব্য

Top