logo
news image

মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ জুন ২০২০) বেলা ৩টার দিকে পাবনা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
লালপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার সা’দ আহমাদ শিবলী জানান, নাটোরের লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন তার পাবনা শহরের বাসা দিলালপুর থেকে কর্মস্থল লালপুরে আসার পথে দাশুড়িয়া তেতুল তলা নামক স্থানে একটি ট্রাক তার সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে অর্থপেডিক্স বিভাগে ভর্তি করা হয়। বুধবার বেলা ৩টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশরাফ হোসেন পাবনার সুজানগরের এড. নূরুজ্জামানের ছেলে। স্ত্রী, মেয়ে মেডিকেল কলেজের ছাত্রী আভা, ছেলে দশম শ্রেণির ছাত্র।
বিস্তারিত আসছে...

সাম্প্রতিক মন্তব্য

Top