logo
news image

বড়াইগ্রামে আম ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর,
নাটোরে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে আম ব্যবসায়ী, আড়ৎদার ও আম বাগানীদের সাথে বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে নিরাপদ আম উৎপাদন, ব্যবসা, বাজারজাত করণ এবং করোনা বিষয়ে এক বিশেষ মত বিনিময় সভায় মিলিত হন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম।
আমের নিরাপদ উৎপাদন, আহরণ ও সুষ্ঠু বাজারজাত করণের লক্ষ্যে রোববার সকাল সাড়ে ১১টার দিকে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম, আহম্মেদপুর আজম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আসাদ উজ জামান,   আহম্মেদপুর বাস স্ট্যান্ড কমিটির সভাপতি এস এম কামরুজ্জামান ও আহম্মেদপুর আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।   
মত বিনিময় সভা শেষে আম ব্যবসায়ী ও বাগান মালিকদের  নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে পুলিশ সুপার লিটন কুমার সাহা আহম্মেদপুর বাজারে একটি অস্থায়ী পুলিশ বক্স উদ্বোধন করেন। 

সাম্প্রতিক মন্তব্য

Top