logo
news image

জরুরি ভিত্তিতে শিক্ষক কর্মচারীদের তালিকা চেয়েছে কারিগরি শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক।।
জরুরী ভিত্তিতে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তালিকা চেয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। রোববার (২৪ মে ২০২০) দুপুর ৩ টার মধ্যে হার্ডকপি ও সফট কপিতে এ তালিকা বোর্ডে পাঠাতে হবে। শনিবার (২৩ মে ২০২০) কারিগরি শিক্ষা বোর্ড থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
বোর্ডের পরিদর্শক প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস সরদার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা আগামী ২৪ মে বিকেল ৩টার মধ্যে পরিদর্শক বরাবর হার্ডকপি ও সফটকপিতে পাঠাতে বলা হল।
নির্দিষ্ট ছকে প্রতিষ্ঠানের নাম, কোড, ঠিকানা, শিক্ষাক্রমের নাম, শিক্ষক-কর্মচারীর নাম, মোবাইল নম্বর, ইমেইল, নিয়োগের স্মারক নম্বর ও তারিখ এবং ট্রেড অনুমোদনের স্মারক ও তারিখ উল্লেখ করে হার্ড কপি ও সফটকপিতে বোর্ড পরিদর্শক বরাবর পাঠাতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

সাম্প্রতিক মন্তব্য

Top