তফছির উদ্দিন।।
অপলক চেয়ে আছে চঞ্চল প্রকৃতি
শ্বশকও আর ব্যস্ত নয় নিজে
নতুন স্বভাবে মৌনতায় চলছে জগৎ
এ যেন ব্যর্থতার এক কালো ছায়া।।
আমলা হায়েনার দল কুরে কুরে
খেয়ে ফেলছে বুভূক্ষদের খাবার,
এলামেলো হতাশায় সামান্যের আশায়
অবশিষ্টটুকু নিয়ে চলছে কাড়াকাড়ি।।
লাজের গন্ডি পুড়েছে দ্বৈন্যের চিতায়
ওঁৎপেতে অপেক্ষা করছে শুকনো আদর
চারিদিকে শুধু ব্যস্ত হা-হা-কার।।
অক্ষমতার বেড়াজালে বন্দি সকল
প্রান্তিক দিক বিজয়ী শ্রেষ্ঠ বীর
শক্তি, সামর্থ সবল চিত্ত অবসন্ন
করোনা ভাইরাসের প্রবল থাবায় আজ
বহু মানুষ বিষ নি:শ্বাসে ভস্মিভূত,
ভাষাহীন নির্বাক বিলাঙ্গ জীবন-
অসংখ্য শিশুর কান্নায় অসহায় এই পৃথিবী।।
সাম্প্রতিক মন্তব্য