logo
news image

লালপুরে ডক্টরস সেফটি চেম্বার ফ্লু কর্নারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।
শনিবার (২৩ মে ২০২০) সকালে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডক্টরস সেফটি চেম্বার ফ্লু কর্নারের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। প্রাকীর্তি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা ও গ্রীণ ভ্যালি পার্কের সৌজন্যে এ কর্নারের ব্যবস্থা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক সুলতানুজ্জামান টিপু, আব্দুল ওয়াদুদ, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
এছাড়াও এ সময় লালপুর উপজেলার প্রথম করোনা পজিটিভ শনাক্ত পারভেজ মোশাররফ সুস্থ হওয়ায় লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top