ইলিয়াস উদ্দীন বিশ্বাস।।
আমি দেশের নেতা দলের নেতা
আমিই ব্যবসায়ী,
দেশের মানুষ তোমরা সব
আমার কাছেই ধরাসায়ী।
সরকারি দল বিরোধী দল সবক্ষেত্রেই
আমার মূল্য বেশি,
তাইতো সকল কাজেই তোমরা দেখ
আমার শক্ত পেশি।
নির্বাচনে আমায় আসন নিতে সব দলই
করে ডাকাডাকি,
আমায় আসন দেয়ার পরে তোমরা পাও
যদি থাকে বাকি।
জিনিস-পত্রের দাম বাড়াতে তা মজুদ রেখে
খেতাব পাই মজুদদারি,
কার এমন সাধ্য আছে ? আমার উপর
করবে খবরদারি।
শেয়ার-বাজারে তোমরা টাকা খাটাও,
আর মালিক হই আমি,
সেই টাকা কোথায় গেল? এমন প্রশ্নে বলি;
সেটা জানে অন্তর্যামী।
মাস্ক-পিপিই ডাক্তার-নার্সদের প্রথম অস্ত্র,
করোনাযুদ্ধে
এসবের মান নিয়েও অভিযোগ তুলো
আমার বিরুদ্ধে।
এখন তোমরা প্রমাণ করে দেখাও দেখি,
এর জন্য আমিই দায়ী।
আমি দেশের নেতা দলের নেতা
আমিই ব্যবসায়ী।
করোনাকালে লকডাউন শিথিল হলো,
এতেও আমার স্বার্থ,
এক্ষেত্রে কেবল আমিই সফল,
তোমরা সবাই ব্যর্থ।
এতে বাড়ছে লাশের মিছিল,
তাতে আমার কি যায় আসে?
আমি শুধু লাভ-ক্ষতির অঙ্ক কষি
বসে প্রতি মাসে।
এভাবেই তো হয়েছি আমি
দেশের বড় ব্যবসায়ী,
তোমরা যা পারো তাই করো,
আমার আসন কিন্তু স্থায়ী।
সাম্প্রতিক মন্তব্য