শিক্ষার্থীদের পাশে রাঙ্গামাটি পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক।।
চলমান কোভিড-১৯ এর কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলার যে সমস্ত ছাত্র-ছাত্রীর শিক্ষা উপকরণ সংকুলানের কারণে পড়ালেখার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে সে সমস্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
রোববার (১৮ মে ২০২০) রাঙ্গামাটি সদর এলাকায় যে সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষা উপকরণের জন্য যোগাযোগ করেছে তাদের কাছে জেলা পুলিশ সদস্যদের মাধ্যমে শিক্ষা উপকরণ পৌঁছে দেন পুলিশ সুপার মো. আলমগীর কবীর পরাগ।
উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আলমগীর কবীর পরাগ, পিপিএম-সেবা মহোদয় ‘রাঙ্গামাটি জেলা পুলিশ’ ফেসবুক আইডিতে যে সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষা উপকরণ এর কারণে পড়ালেখার ব্যাঘাত হচ্ছে তাদেরকে ফেসবুক আইডিতে মেসেজ অথবা জেলা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আহ্বান জানান।
সাম্প্রতিক মন্তব্য