- ইলিয়াস উদ্দীন বিশ্বাস।।
করোনা ভাইরাস নামে এক অচেনা শত্রু
ছড়িয়ে পড়েছে বিশ্বময়,
মানুষ তার বিরুদ্ধে করছে লড়াই
করতে তাকে জয়।
এই অচেনা শত্রুকে চিনতে পারা
হয়েছে বড় দায়,
চিনি চিনি করেও যায় না চেনা,
ক্ষণে ক্ষণে চরিত্র বদলায়।
বিজ্ঞানীরা মাথা ঘামাচ্ছে আবিষ্কারে
ট্যাবলেট-টিকা-ভ্যাকসিন,
কারো ভয়েই ভিত না হয়ে সে
বেড়েই চলেছে দিন দিন।
শত্রুকে দমনের তরে বের হলো না
আজও কোনো উপায়,
লাখে লাখে মরছে মানুষ,
হয়ে বড় অসহায়।
এসো মোরা ঘরে থাকি কিছুদিন,
বাহিরে নাহি যাই,
যার কাছে যা কিছু আছে আজ
তাই ভাগ করে খাই।
সদা সতর্ক থাকি মোরা,
না পেয়ে করোনার ভয়,
এই অচেনা শত্রুর বিরুদ্ধে একদিন
মানুষের জয় হবে নিশ্চয়।
সাম্প্রতিক মন্তব্য