logo
news image

পুলিশ বিভাগ ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী দিলেন ব্যরিষ্টার জিরু

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী ও আটঘোরিয়ায় পুলিশ বিভাগের সদস্য ও স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন আওয়ামী লীগ নেতা ও খেলাঘরের উপদেষ্টা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু। শুক্রবার তিনি ঈশ্বরদী ও আটেঘোরিয়া থানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে, পিপিই, এন-৯৫ মাস্ক সুরক্ষা চশমা ও উন্নত মানের স্যানিটাইজার। ঈশ্বরদীতে অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: এ এফ এম আসমা খান এবং আটঘোরিয়ার ওসি ও স্বাস্থ্য কর্মকর্তা এসব সামগ্রী বুঝে নেন।
ব্যরিষ্টার জিরু বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মী এবং জনগণের নিরাপত্তা বিধানের জন্য নিয়োজিত পুলিশ বিভাগের কর্মীরা নিরলসভাবে সেবা প্রদান করে চলেছেন। যেকারণে স্বাস্থ্য কর্মী ও পুলিশ সদস্যরা করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন। সাধারণ মানুষকে স্বাস্থ্য ও জানমালের ঝুঁকি হতে রক্ষার জন্য সর্বাগ্রে তাঁদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা দরকার বলে আমি মনে করি।

সাম্প্রতিক মন্তব্য

Top