করোনা ভাইরাস কাউকে ক্ষমা করে না-এমপি বকুল
নিজস্ব প্রতিবেদক।।
করোনা ভাইরাস কাউকে ক্ষমা করে না। প্রধানমন্ত্রীর নির্দেশ, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। যার বাড়িতে খাবার নাই, আমি তার বাড়িতে খাবার পৌঁছে দেব। আপনাদের ঘরে খাবার না থাকলে আমার ফোন নম্বরে ফোন করবেন, আমি আপনাদের ঘরে খাবার পৌঁছে দিব। সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাসের কারণে আপনাদের হাতে হাত দিয়ে হ্যান্ডসেক করতে না পারায় আমি দুঃখিত। আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব।
নাটোরের লালপুর ডিগ্রি কলেজ মাঠে বুধবার (১৩ মে ২০২০) দুপুরে ২১জন হিজড়াদের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণকালে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
এর আগে গোপালপুর রেলস্টেশন ও লালপুর কলেজ মোড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংকটে ৮১জন কর্মহীন কুলি, শ্রমিক, হতদরিদ্র ও নাইট গার্ডদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সাম্প্রতিক মন্তব্য