ফোন করলেই পৌঁছে যাবে শিক্ষা উপকরণ
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।।
করোনার কারণে রাঙামাটির যেসব শিক্ষাথীরা লেখা-পড়ার উপকরণের অভাবে পড়া-শোনায় ব্যাঘাত ঘটছে এইবার তাদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ মে ২০২০) রাতে পুলিশের ফেইসবুক পেইজে এমন তথ্য জানানো হয়।
ফেইসবুকে দেওয়া পুলিশের তথ্যগুলো হুবহু তুলে ধরা হলো-
প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ,
আসসালাইমু আলাইকুম। রাঙ্গামাটি পার্বত্য জেলার ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেন্সিল ইত্যাদি) এর কারণে যাদের পড়াশুনার ব্যাঘাত ঘটছে তারা জেলা পুলিশ কন্ট্রোল রুম “০৩৫১-৬২০৪৪/ ০১৭৬৯-০৫৮২২৬” অথবা ‘রাঙ্গামাটি জেলা পুলিশ’ ফেসবুক আইডির ইনবক্সে SMS করুন।
আমরা আছি আপনাদের সাথে সার্বক্ষণিক।
পুলিশ সুপার
রাঙ্গামাটি পার্বত্য জেলা।
সাম্প্রতিক মন্তব্য