অতিরিক্ত মহাপরিদর্শক হলেন রুহুল আমিন
নিজস্ব প্রতিবেদক।।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) এস এম রুহুল আমিনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়েছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়নের সন্তান এস এম রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। এছাড়া তিনি রাজশাহী কলেজ, রমিজউদ্দীন কলেজ ও দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজে পড়াশুনা করেছেন।
অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নাটোরের মানুষও আনন্দিত হয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এস এম রুহুল আমিন নিজ প্রোফাইল থেকে শোকরিয়া আদায় করে ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ’র। আজ আমি আইজিপি পদে পদন্নোতি পেয়েছি পুলিশ হেডকোয়াটারে। আমার জন্য সবাই দোয়া করবেন।
রোববার (৩ মে ২০২০) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এস এম রুহুল আমিনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পদোন্নতির তথ্য জানানো হয়। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে।
পুলিশ স্টাফ কলেজে কর্মরত ডিআইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দফতরে টিআর পদে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। আর টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য