logo
news image

ঈশ্বরদীতে মালামালসহ টিসিবি’র ডিলার গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র মজুদ করার অভিযোগে মালামালসহ ডিলার সাইফুল ইসলাম শিবলুকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বাজারের ‘সুমন ষ্টোরের’ স্বত্তাধিকারী শিবলু শেরশাহ রোডের সিরাজুল ইসলামের কনিষ্ট পুত্র। বৃহস্পতিবার বিকেলে নূর মসজিদের গলিতে একটি গুদাম হতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদকৃত টিসিবি’র মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২২ বস্তা চিনি, ৯০ কেজি মশুরের ডাল, ২০ লিটার সোয়াবিন এবং ৮ কেজি ছোলা ছোলা। ঈশ্বরদী থানা পুলিশ মালামালসহ টিসিবি’র ডিলার আটকের ঘটনা নিশ্চিত করেছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুদামে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার এবং টিসিটিব’র ওই ডিলারকে গ্রেফতার করা হয়েছে। পাবনা সদরের টিসিবি’র ডিলার শিবলু’র ন্যায্য দামে বিক্রির জন্য সরকারের এসব পণ্যদ্রব্য সংশ্লিষ্ঠ এলাকায় তাৎক্ষনিকভাবে বিক্রির কথা। কিন্তু ডিলার শিবলু কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব মালামাল পাবনা হতে ঈশ্বরদীতে এনে গুদামে মজুদ করে রেখে তার সুমন ষ্টোরের দোকানে বেশী দামে বিক্রি করছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করেছে বলে তিনি জানিয়েছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক মন্তব্য

Top