logo
news image

নাটোর করোনা মুক্ত-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।
নাটোরে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২০) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর করোনা মোকাবিলার প্রস্তুতি ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
এ সময় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, শহিদুল ইসলাম বকুল এমপি, নারী আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এখন পর্যন্ত নাটোর জেলা করোনামুক্ত থাকায় জেলার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাটোর করোনামুক্ত। আমি খুশি হয়েছি। তবে করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, নাটোরে গত এক মাসে ১ লাখ ১ হাজার মানুষকে ত্রাণ সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া ১ লাখ ৪ হাজার ব্যক্তিকে ওএমএস কার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে নাটোর জেলার প্রায় ৬০ ভাগ মানুষ ত্রাণ সুবিধার আওতায় আসবে। করোনা মোকাবিলায় নাটোরে ১০৯ জন চিকিৎসক, ১৭০ জন নার্স এবং ৩৬২ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছেন। সংসদ সদস্যসহ সকল বিভাগের সাথে সমন্বয় রেখে করোনা পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। জেলায় উঠতি বোরো মৌসুমে ৫৭ হাজার ধান কাটার শ্রমিক কাজ করছে। আমরা স্বাস্থ্যসম্মতভাবে ধান কাটার বিষয়টি মনিটর করছি। ৩৩৩ ও ৯৯৯ নম্বরে ফোন করলে আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ধান কাটার শ্রমিকসহ দরিদ্র ব্যক্তিদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান ঢাকা ও নারায়ণগঞ্জের লোক থাকা সত্বেও নাটোরে কীভাবে করোনা মোকাবিলা করা হয়েছে। প্রশ্নের জবাবে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আমরা প্রথমে প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি। এরপর ঢাকা, নারায়ণগঞ্জ থেকে যারা এসেছেন তাদের তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টাইনে নিয়েছি এবং তাদের পর্যবেক্ষণ করেছি।
সোমবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়েও নিশ্চিত করা হয়, নাটোরে এখন করোনায় আক্রান্ত কাউকে পাওয়া যায়নি, অন্য এক জেলার আক্রান্তের নাম নাটোরের হিসেবে তালিকাভূক্ত হওয়ায় এর আগে নাটোরকেও আক্রান্ত জেলা হিসেবে চিহ্নিত করার হয়েছিল বলে জানায় আইইডিসিআর।

সাম্প্রতিক মন্তব্য

Top