logo
news image

অসহায়দের হক মারবেন না-ডিসি শাহরিয়াজ

নিজস্ব প্রতিবেদক।।
‘জাতির এই দু:সময়ে অসহায়দের হক মারবেন না, সরকারী কর্মকর্তাসহ সকল জনপ্রতিনিধিগণ নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, সরকারী ত্রাণ বিতরণে কনোরকম ফাঁকি দিবেন না, নিজ নিজ অবস্থান থেকে বিত্তবানরাও দুঃস্থদের সহায়তা করুন’। সোমবার (২০ এপ্রিল ২০২০) দুপুরে লালপুর উপেজেলা পরিষদ অডিটরিরয়ামে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভায় নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শাহরিয়াজ এসব কথা বলেন।
এময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেছা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ আমিনুল ইসলাম, গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলামসহ উপজেলার সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।
ডিসি জেলার জনসংখ্যা ও খাদ্য মজুদ তথ্য তুলে ধরে আরো বলেন, নাটোর জেলার জনসংখ্যা ও বরাদ্দকৃত সহযোগিতা সঠিকভাবে কাজে লাগালে কোন রকম খাদ্য ঘাটতি হবে না। সঠিকভাবে প্রাপ্যতা নিরূপন করে ত্রাণ বিতরণের নির্দেশ দেন তিনি।

সাম্প্রতিক মন্তব্য

Top