logo
news image

একজন মানুষও না খেয়ে থাকবে না-এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক।।
‘এই জনপদের একজন মানুষও না খেয়ে থাকবে না, আমি খেলে তারাও খাবে। করোনা সংকট মোকাবেলায় স্বল্প আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলমান আছে, প্রতিটি এলাকায় আমার স্বেচ্ছাসেবকগণ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন এবং সেটা অব্যাহত থাকবে।’
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভায় স্বল্প আয়ের মানুষ ও হতদরিদ্র ৭ হাজার নারী পুরুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণকালে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব কথা বলেন।
জানা যায়, করোনা ভাইরাস সংকট মোকাবিলায় মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২০) পর্যন্ত নাটোরের লালপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় ৪ হাজার এবং বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ৩ হাজার করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে যাওয়া স্বল্প আয়ের মানুষ ও হতদরিদ্র মোট সাত হাজার নারী পুরুষের মাঝে নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকি প্রমুখ।
সামাজিক দুরত্ববজায় রেখে চলা ও অপ্রয়োজনে বাড়ির বাহিরে না আসতে সকলের প্রতি আহবান জানান সংসদ সদস্য।

সাম্প্রতিক মন্তব্য

Top