logo
news image

আখ না পেয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক।।
করোনা দূর্যোগ মাথায় নিয়ে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েও আখ না পেয়ে মাড়াই বন্ধে বাধ্য হলেন নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস কতৃপক্ষ।  পর্যাপ্ত আখ মাঠে রেখে শনিবার (১১ এপ্রিল ২০২০) বিকেল ৫টার দিকে মিলের মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়।
মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের জানান, ২০১৯-২০ মাড়াই মওসুমে ১৫৫ কর্মদিবসে  দুই লাখ ৪৭ হাজার ৮৭০ মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। যার মধ্যে মিলের কৃষি খামারে উৎপাদিত ৬২২ মেট্রিক টন এবং দুই লাখ ৯৮ হাজার ২২ মেট্রিক টন আখ চাষিদের নিকট হতে ক্রয় করা হয়। চলতি মওসুমে চাষিদের নিকট ক্রয়কৃত আখের মূল্য ৮২ কোটির মধ্যে ৪১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
তিনি আরো জানান, এ বছর দুই লাখ ৯৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চিনি আহরণের হার ধরা হয় ৮ শতাংশ। সেখানে চিনি উৎপাদিত হয়েছে ১৫ হাজার ৭০০ মেট্রিক টন এবং আহরণের হার ৬.২৫ শতাংশ। বর্তমানে মিলের গোডাউনে অবিক্রিত চিনির পরিমান ১১ হাজার মেট্রিক টন। প্রতি কেজি ৬০ টাকা দরে যার বাজার মূল্য ৬৬ কোটি টাকা।

সাম্প্রতিক মন্তব্য

Top