logo
news image

ঈশ্বরদীতে বাসী মাংস বিক্রির দায়ে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা এলাকায় বাসি মাংস বিক্রির দায়ে শরিফুল ইসলাম (৩০) নামের এক মাংস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল শনিবার এই ভ্রম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে জয়নগর শিমুলতলার কয়েকজন মাংস ব্যবসায়ী পচা-বাসি মাংস বিক্রি করছেন বলে এমন অভিযোগের প্রেেিত ভ্রাম্যমাণ আদালত শনিবার ওই বাজারে অভিযান চালান। এ সময় আদালত ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ১১ ধারায় পচা-বাসি মাংস বিক্রির দায়ে শরিফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তিনি তাৎণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মমতাজ মহল জানিয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top