logo
news image

এক্সিম ব্যাংক লালপুর শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
এক্সিম ব্যাংক নাটোরের লালপুর শাখার আয়োজনে শতাধিক পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক্সিম ব্যাংক লালপুর শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামের স্বল্প আয়ের মানুষ ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এক্সিম ব্যাংক লালপুর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, কোভিড-১৯ মোকাবেলায় আমরা দরিদ্র মানুষের মাঝে এক লাখ টাকা মূল্যের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় তিনি সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে ও অপ্রয়োজনে বাড়ির বাইরে না আসার আহবান জানান।

সাম্প্রতিক মন্তব্য

Top