logo
news image

করোনায় আক্রান্ত মার্কিন গায়ক জন প্রিনের অবস্থা আশংকাজনক

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।।

গ্রেমি অ্যাওয়ার্ড জয়ী বিখ্যাত মার্কিন ফোক গায়ক জন প্রিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা ‘আশংকাজনক’ বলে জানা গেছে।
রোববার (৪এপ্রলি) তার পরিবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, কোভিড- ১৯ এর উপসর্গ দেখা দেয়ায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা অব্যাহত রয়েছে। কিন্তু তার অবস্থা আশংকাজনক।
গীতিকার ও গায়ক প্রিন(৭৩) জানুয়ারিতে গ্রেমি লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড লাভ করেন। এর আগে গত ২০ মার্চ তার স্ত্রী ফিয়োনা ইনস্ট্রগ্রাম পোস্টে তার নিজের করোনায় আক্রান্তের খবর জানিয়েছিলেন। 

সাম্প্রতিক মন্তব্য

Top