logo
news image

সাংবাদিক চ বা থুই মারমার আর নেই

নিজস্ব প্রতিবেদক।।
চ বা থুই মারমা, ৭১ টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি আর নেই। শুক্রবার (২৭ মার্চ) ১২ টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বছর খানেক ধরে কিডনি সমস্যায় ভূগছিলেন। অর্থের অভাবে ও নানা সীমাবদ্ধতায় উন্নত চিকিৎসা করতে পারেননি। বান্দরবানের সাংবাদিকরা তাঁর চিকিৎসার জন্য সাধ্যমত চেষ্টা করেছেন। অনেক শুভানুধ্যায়ি আর্থিক সহযোগিতা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। ৭১ টিভি কর্তৃপক্ষ প্রতিমাসের তাঁর প্রাপ্য দিয়েছেন। তাঁর জন্য এটিও অনেক বড় সহযোগিতা হয়েছে। যদিও আরো কিছু সময় ও সুযোগ দিতে পারলে ভাল হতো।
চ বা থুই দীর্ঘদিন ধরে প্রিন্ট থেকে ইলেট্রনিক গণমাধ্যমে দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। মারমা জনগোষ্ঠী থেকে সাংবাদিকতা পেশায় পাইওনিয়ার বলা যায়। লেখালেখিতে ও ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর উপস্থাপনা চমৎকার ছিল। তাঁর বাড়ি থানচি উপজেলার থানচি হেডম্যানপাড়ায়। বাবা ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব। শ্বাশুর বাড়ি বান্দরবান সদর উপজেলার সুয়ালক আমতলিপাড়ায়। সেখানে মৃত্যুবরণ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অগোছালো ছিলেন। এ নিয়ে কেউ কেউ তাঁকে ভাল-মন্দ বলতেন। তবে তাঁর সবচেয়ে বড়গুণ তিনি সবসময় সবার জন্য সহযোগি।

সাম্প্রতিক মন্তব্য

Top