logo
news image

করোনা প্রতিরোধে প্রচারণায় ডা. চপল

নিজস্ব প্রতিবেদক।।
করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারণায় নেমেছেন উত্তরা হোমিও কলেজের অধ্যাপক ডা. তায়েজুল ইসলাম চপল। নাটোরের লালপুরে কৃতী সুনামধন্য তরুণ হোমিও চিকিৎসক নিজ উদ্যোগে হাসু ক্লাসিক্যাল হোমিও সেন্টারের পক্ষ থেকে বিলমাড়িয়া বাজার এলাকার দোকানী ও পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক লিটলেট ও সাবান বিতরণ করেন। গত বুধবার (২৫ মার্চ) থেকে এ কার্যক্রম তিনি রোগীদের মাঝেও অব্যহত রেখেছেন।
ডা. তায়েজুল ইসলাম চপল বলেন, করোনার মতো দূরারোগ্য অসুখের চিকিৎসা হোমিও প্যাথিতে অনেক আগে হয়ে আসছে। এ রোগে আতংকিত হওয়ার কিছু নেই। জনসচেতনতা ও যথাযথ নিয়ম মেনে চললেই নিজেকে ও সমাজকে রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।

সাম্প্রতিক মন্তব্য

Top