logo
news image

নাটোরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন সভা ও বাজার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক।।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে মত বিনিময় সভা করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে মত বনিমিয় সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ ব্যবসায়ি নেতৃবন্দ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এবং পুলিশ সুপার লিটন কুমার সাহা হুশিয়ারী উচ্চারণ করেন, করোনার অজুহাতে কেউ দ্যব্যমূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সভায় নাটোরের ব্যবসায়ি প্রতিনিধিরা জানান, তারা নিয়মতান্ত্রিক ভাবে ব্যবসা করতে চান। অসাধুভাবে বাজার মূল্য বৃদ্ধির কোন ইচ্ছাই তাঁদের নেই। এসময় জেলা প্রশাসক জনসাধারণকে অতিরিক্ত পণ্য না কিনে প্রয়োজনীয় পণ্য কেনার পরামর্শ দেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, অসাধু ভাবে দাম বাড়ানোর চেষ্টা করা হলে শুধু গ্রেফতার নয় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে।
পরে করোনা ভাইরাসের ব্যাপারে জনসাধারণের সচেতনতা সৃষ্টিতে প্রচারনায় বের হয় জেলা ও পুলিশ প্রশাসনের একটি দল। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা পুলিশ সুপার আকরামুল হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা কানাইখালী পাইকারি চাউল পট্টিতে অভিযান চালায়।এসময় করোনার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ অযথা জনসমাগম এড়িয়ে চলা সহ নানা বিষয়ে পরামর্শদেন। একই সাথে চাল, ডালসহ নিত্যপন্যের বাজার মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এবং কেউ যেন নিত্যপন্যের বাড়তি দাম আদায় করতে না পারে সে লক্ষ্যে বাজার মনিটরিং করা হয়। পরে স্টেশন বাজার সহ শহরের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং ও করোনার বিষয়ে সচেতন থকতে লিফলেট বিতরণ ও মতবনিময় করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top