logo
news image

হাফিজ আহমেদের বিলমাড়ীয়া বাজার গণহত্যা প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরের কৃতী সন্তান খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাফিজ আহমেদের "বিলমাড়ীয়া বাজার গণহত্যা" প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির হাতে বইটি তুলে দেন লেখক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২০১৯ সালের জুন মাসে বইটি প্রকাশ করে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষনা কেন্দ্র’। বইটির মূল্য ২৫০ টাকা।
হাফিজ আহমেদ বলেন, এটি একটি গবেষনাধর্মী বই। এতে গণহত্যা-নির্যাতন বিষয়ক তথ্য চিত্র তুলে ধরা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top