logo
news image

হায়েনা বাশারের হাতে মুসলিম শিশু নারীদের গণহত্যা

যে আরব রাষ্ট্রপ্রধানরা রাশিয়ার বৈমানিক নিহত হওয়ার ব্রেকিং নিউজ পাওয়ার সাথে সাথেই কে কার আগে তাদের নিকট শোকবার্তা পাঠাবে তা নিয়ে ব্যস্ত হয়, সেই আরব রাষ্ট্রপ্রধানরাই আজ সিরিয়ার গোত্বায় রাশিয়ার সাহায্যে হায়েনা বাশারের হাতে মুসলিম শিশু, নারীদের গণহত্যায় নীরব!

কি অবাক কাণ্ড, মুসলমানদের রক্ত কী সস্তা! রহম করো, সাহায্য করো তাদের আল্লাহ, ক্ষমা করো আমাদের।

বর্তমান সময়ে যেদিকেই তাকাবেন, দেখবেন মুসলিমরাই নির্যাতিত। বিশ্বের এই প্রান্ত থেকে ঐ প্রান্ত সবজায়গায় একই অবস্থা। সংখ্যালঘু হয়ে যেমন মার খাচ্ছে, সংখ্যাগুরু হয়েও ঠিক তেমনি মার খাচ্ছে!
কালচারাল যুদ্ধ, সমরযুদ্ধ, মনস্তাত্বিক যুদ্ধ, কোনোটাই বাদ রাখছে না মুসলিমদের বিরুদ্ধে।

আচ্ছা তারা কি আমাদের শক্তিসামর্থ্যকে ভয় পাচ্ছে?
না মোটেও না। মুসলিমদের চেয়ে বরং তারাই শক্তিসামর্থ্যে এগিয়ে। অর্থনৈতিক ক্ষেত্রেও এগিয়ে তারা।

তবে মুসলিমদের কিসের অত ভয় তাদের! একটাই ভয়, তাহলো ইসলাম যেভাবে গ্রহণীয় অগ্রসরমান ধর্ম হয়ে সারা বিশ্বের মানুষের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে, তাকে দাবিয়ে না রাখলে তাদের অস্তিত্ব সংকট তৈরি হবে।

এই এক ভয়ই তাদের তাড়া করে ফিরছে। যদি ইসলামকে তার আপন গতিতে চলতে দেয়া হয়, তবে ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগবে না। এজন্য নানাভাবে, ফন্দিফিকির করে, জঙ্গীবাদের তকমা, মৌলবাদের অপবাদ ইত্যাদি যেখানে যেভাবে পারা যায় ইসলাম ও মুসলমানদের দমাতে তারা সচেষ্ট।

পক্ষান্তরে আমরা মুসলিমরা তাদের দাবার গুটি হিসেবে ব্যবহার হচ্ছি। ভায়ে ভায়ে, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশে দেশে সংকট তৈরি করে নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়ছি। খুন করছি নিজের ভাইদের। দয়াময় রক্ষা করো আমাদের, সঠিক বুঝ দাও আমাদের শাসকদের।

সাম্প্রতিক মন্তব্য

Top