logo
news image

লালপুরে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে গোপালপুর পৌরসভার উদ্যেগে উপজেলা অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌর মেয়র নজরল ইসলাম মোলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা তাঁতী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, এ্যাড: বিরেন্দ্রনাথ সাহা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে কী কী করণীয় সে বিষয়ে আলোকপাত করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top