logo
news image

ঈশ্বরদীতে ট্রেনের চুরি যাওয়া তেলসহ পাঁচজন গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
র‌্যাব ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ট্রেনের চুরি যাওয়া তেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া হতে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পৌরসভার শৈলপাড়ার ওমর আলী শেখ (৪২) ফজলু সরদার (৪৫), মিতুল সরদার (৩০), মামুস আলী (৩০) ও আকতার খান (৩০)। তাদের কাছ থেকে ১ হাজার ৫৭৬ লিটার ট্রেনের চোরাই তেল উদ্ধার করা হয়। এদের আরও দুজন সহযোগী পালাতক। এরা হলো আনোয়ার (৪২) ও জামাল (৪৫)।
প্রসঙ্গত: ঈশ্বরদীতে ট্রেন থেকে নিয়মিত তেল চুরির একটি সক্রিয় চক্র রয়েছে। এরা দর্ঘিদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন,  এর আগেও একই জায়গা থেকে চোরাই ডিজেলসহ চোরাকারবারিদের গ্রেপ্তার করা হয়েছিল। একটি সংঘবদ্ধ চক্র রেলের লোকজনের সহযোগিতায় বারবার তেল চুরি করছে। এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে। ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top